ঢাকা, বুধবার, ১ মে, ২০২৪

আগামী লোকসভার আগেই , ৩টি পদ থেকে পদত্যাগ সাংসদ দেবের

৪ঠা ফেব্রুয়ারী রবিবার, ঘাটাল পশ্চিম মেদনীপুর  লোকসভা কেন্দ্রের সাংসদ দেব তিনটি পদ থেকে পদত্যাগ করছেন বলে জানা যায়, কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে ,আগামী লোকসভা নির্বাচনে ভোটে দাঁড়াবেন না দেব,  যদিও তিনি নিজেই ব্যাপারে মুখ খোলেননি। তবে তার নীরবতাতেই বাড়ছিল জল্পনা, শনিবার সন্ধ্যায় সেই জল্পনা উসকে দিলেন অভিনেতা সাংসদ দেব,


গুরুত্বপূর্ণ তিনটি পদ থেকে ইস্তফা দিলেন, বীরসিং উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন। ঘাটাল রবীন্দ্র সতবারসিকি মহাবিদ্যালয়ের সভাপতি পদ থেকেও বিস্তফা দিলেন। ঘাটাল মহকুমা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির পদেও তিনি ইস্তফা দিলেন।


এর পরিপ্রেক্ষিতে কটাক্ষ করলেন, ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট, শীতল কপাট জানালেন, এটা হবার ছিল, উনি দেরিতে হলেও বুঝতে পেরেছেন ,একাধিক পথ শুধু আগলে রেখেছেন, উন্নয়ন করতে পারেননি, দুর্নীতিতে জড়িয়ে পড়েছিলেন উনি ,চুরি ডাকাতির সাথে যুক্ত হয়েছেন, তার জন্য বিজেপিকে ভয় পাচ্ছেন, বিজেপির বিরুদ্ধে ভোটে লড়াই করতেও ভয় পেয়েছেন দেব, দিলেন সংসদ দেবকে,


রবিবার সকাল থেকেই ঘাটাল কলেজ চত্বরে দেবের বিরুদ্ধে পোস্টার হাতে বিক্ষোভ দেখাতে দেখা যায়। বিজেপি কর্মী সমর্থকদের ,তবে এ নিয়ে মুখে কুলুপ এটেছেন শাসক দল। লিখিতভাবে তিনটি পদ থেকে ইস্তফা দিলেও ,সংশ্লিষ্ট দপ্তরের চিঠির মাধ্যমে জানালেও অভিনেতা সাংসদ দেবের পক্ষ থেকেও এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, ইতিমধ্যেই ঘাটাল তথা রাজ্য ও রাজনীতিতে শুরু হয়েছে রাজনৈতিক  আলোড়ন,  

ads

Our Facebook Page